News:

নারায়ণগঞ্জ জেলাধীন, বন্দর উপজেলা সদরে অবস্থিত, একাধিক আকর্ষণীয় ভবন, বৃহৎ খেলার মাঠ, প্রাচীর বেষ্টনী ও ফুলের বাগান সজ্জিত নিরিবিলি মনোরম প্রাকৃতিক পরিবেশে ধূমপান ও রাজনীতিমুক্ত সহশিক্ষামূলক বিদ্যায়তনটি হাজী ইব্রাহিম আলমচান নামে শিক্ষার আলোকবর্তিকা হিসেবে ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়। এ অঞ্চলের দু’জন ব্যবসায়ী হাজী ইব্রাহিম বেপারী ও আলমচান বেপারীর প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি স্থাপিত হওয়ার সময় জনাব আলমচান বেপারী মৃতবরণ করেন। তার প্রতিশ্রুতি মোতাবেক মরহুমের পুত্র হাজী পিয়ার জাহান পিতার মহৎ দায়িত্ব গ্রহণ করেন। হাজী ইব্রাহিম সাহেব ও হাজী পিয়ার জাহান সাহেব প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন এবং এর নামকরণ করা হয় হাজী ইব্রাহিম আলমচান উচ্চ বিদ্যালয়। ১৯৯৫ সালে এ বিদ্যালয়টি কলেজ পর্যায়ে উন্নীত করা হয়। শিক্ষায়তনটির সুনাম ও অবকাঠামো সম্প্রসারণের ক্ষেত্রে যাদের অবদান অনস্বীকার্য তাদের মধ্যে জনাব এস.এম. আকরাম (প্রাক্তন এম.পি মহোদয় কর্তৃক পারিবারিক উদ্যোগে নির্মিত দ্বিতল পি.এম ভবনটি) উল্লেখযোগ্য। এছাড়াও বিভিন্ন সময়ে এলাকার দানবীর ব্যক্তিবর্গ, ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি ও অভিভাবকবৃন্দের প্রত্যক্ষ ও পরোক্ষ আর্থিক সহযোগিতাসহ অসংখ্য সম্মানিত হিতৈষী ব্যক্তিগণের শ্রম ও আন্তরিকতায় প্রতিষ্ঠানটি বর্তমান পর্যায়ে এসেছে।